ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিন্নাত আলী মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের প্রথম আলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিন্নাত আলী লিভার সিরোসিস, ডায়াবেটিসসহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ রোববার বাদ জোহর বিজিবি ৫ নম্বর ফটকে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
জিন্নাত আলীর মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ে আজ পূর্ণ দিবস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় শোক জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার এক শোকবার্তায় মেয়র বলেন, জিন্নাত আলী অত্যন্ত ভদ্র ও অমায়িক মানুষ ছিলেন। তাঁর প্রয়াত পিতা রজব আলী অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পিতার দেখানো পথে জিন্নাত আলীও নিজেকে জনসেবায় নিয়োজিত করেছেন।
তাপস আরও বলেন, রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে এলাকার জনগণের বিপদ-আপদে, সুখে-দুঃখে সব সময় পাশে থাকার আন্তরিক প্রয়াস জিন্নাত আলীর মধ্যে ছিল। তিনি দক্ষিণ সিটি করপোরেশনকে ঢাকাবাসীর আস্থার ঠিকানায় পরিণত করতেও সব সময় সচেষ্ট ছিলেন।