ঢাকায় জাতীয় ঈদগাহ মাঠের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হামিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক মনসুর আহমেদ জানান, হামিদুল ইসলাম পেশায় কেব্ল ব্যবসায়ী। সেগুনবাগিচায় সপরিবারে থাকতেন তিনি। গতকাল রাতে হাইকোর্ট মাজার এলাকায় গিয়েছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। সেখান থেকে বের হওয়ার পর দুর্বৃত্তদের কবলে পড়েন। ছুরিকাহত হয়ে তিনি রাস্তায় পড়েছিলেন। সেখান থেকে একজন ভ্যানচালক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শাহবাগ থানা।