রাজধানীর গুলশান থানার নর্দ্দা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় লেগুনাচালকের সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হৃদয় হোসেন (২০)। তাঁর বাবার নাম জামাল হোসেন। বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুরে।
হৃদয় সপরিবার রাজধানীর মুগদা এলাকায় থাকতেন।
গুলশান থানা-পুলিশের ভাষ্য, আজ ভোর পৌনে ছয়টার দিকে হৃদয় লেগুনা নিয়ে বসুন্ধরা এলাকায় যান। সেখান থেকে ফেরার সময় নর্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনাটি নষ্ট হয়ে যায়। তখন তিনি লেগুনা থেকে নেমে পাশে দাঁড়ান। এ সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে এসে হৃদয়কে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় হৃদয়কে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ বলেন, চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।