রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধে কোরবানির পশুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম রতন হোসেন। তিনি পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) কনস্টেবল ছিলেন।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার মুজিবুর রহমান পাটোয়ারি প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে পশুবাহী একটি ট্রাক পেছন থেকে চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সড়কে ছিটকে পড়েন। তাঁর মোটরসাইকেলে এসপিবিএনের লোগো আঁকা ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে, রতন এসপিবিএন–১–এর কনস্টেবল। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জে। নিহত পুলিশ সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, চালকসহ নীল রঙের ট্রাকটি আটকের চেষ্টা চলছে।