ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রসংলগ্ন (টিএসসি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে চা-রুটির পাশাপাশি এত দিন নানা ধরনের খাবারের দোকান বসতো। সকাল, দুপুর ও রাতে এসব দোকানে খেতেন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ এই এলাকায় আসা দর্শনার্থীদের অনেকে। বুধবার বিকেলে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের ওই ফটকের দোকানের ওপরে থাকা ত্রিপল সরিয়ে ফেলে শাহবাগ থানার পুলিশ। অন্য দোকানদারেরা এ কাজে পুলিশকে সহায়তা করেন।
শাহজাহান নামে উদ্যান ফটকের এক দোকানি প্রথম আলোকে বলেন, শুধু ভারী খাবারের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। আমাদের বলা হয়েছে, উদ্যান ফটকে চা-রুটির মতো হালকা খাবারের দোকানগুলো চালানো যাবে।
বহিরাগত ব্যক্তিদের চাপ কমাতে উদ্যান ফটকের খাবারের দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানালেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার।
বুধবার সন্ধ্যায় ওসি মওদূত হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘ভারী খাবারের দোকানগুলোকে কেন্দ্র করে টিএসসি ও আশপাশের এলাকায় বাইরের লোকজনের ভিড় জমে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ওই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।’