ছবিতে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উদ্যাপন

>শুভ জন্মাষ্টমীতে শোভাযাত্রাসহ নানা আয়োজন থাকে সনাতন ধর্মাবলম্বীদের। এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে কোনো শোভাযাত্রা, মিছিল বা সমাবেশ হচ্ছে না। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল আটটায় দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞের মাধ্যমে শুরু হয় জন্মাষ্টমী উৎসব।
সকাল আটটায় দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞের মাধ্যমে শুরু হয় জন্মাষ্টমী উৎসব।
প্রার্থনারত এক ভক্ত।
গীতাযজ্ঞে পুরোহিত।
স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে এসেছেন ভক্তরা।
গীতা পাঠ করছেন ভক্ত।
শ্রীশ্রী গীতাযজ্ঞে পুরোহিতেরা।
সামাজিক দূরত্ব মেনে পূজা–অর্চনায় আসন গ্রহণ করেছেন ভক্তরা।