চুরি করে মশার ওষুধ বিক্রি, দক্ষিণ সিটির চার কর্মী কর্মচ্যুত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

উড়ন্ত মশা মারার ওষুধ না ছিটিয়ে তা দোকানে বিক্রি করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চার মশকনিধনকর্মী। এ অপরাধে তাঁদের কর্মচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন দক্ষিণ সিটির ৫০ নম্বর ওয়ার্ডের দৈনিক মজুরিভিত্তিক মশকনিধনকর্মী উজ্জল সিদ্দিকী, সুজন মিয়া, হাফিজুল ইসলাম ও জুয়েল মিয়া।

আজ সোমবার সন্ধ্যায় দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে আজ তাঁদের কর্মচ্যুত করা হয়েছে।

এ ঘটনায় করপোরেশনের মশক সুপারভাইজার মো. মনিরুল ইসলাম বাদী হয়ে চুরি করা অবৈধ কীটনাশক ক্রয় করা দোকানমালিক আবদুল মজিদ সিকদারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। অন্যদিকে চুরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চার মশকনিধনকর্মীকে কর্মচ্যুত করা হয়।