রাজধানীর খিলক্ষেতে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া বাসটি চালক চালাচ্ছিলেন না। তিনি ঘুমাচ্ছিলেন। বাস ছিল তাঁর সহকারীর হাতে। চালকের বরাত দিয়ে ওই বাসের (এনা পরিবহন) মালিক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে এ কথা বলেছেন।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর র্যাব মহাখালীতে গিয়ে বাসচালক মিজানুর রহমানকে ধরে নিয়ে গেছে বলেও খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন।
মঙ্গলবার সকালে বিমানবন্দর সড়কে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে একটি মাইক্রোবাসের ওপর উঠে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান।
চালকের বরাত দিয়ে বাসটির মালিক এনায়েত উল্যাহ রাতে প্রথম আলোকে বলেন, চালক মিজানুর রহমান বাসটি সারা রাত চালিয়ে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসেন। এরপর মিজান বাসের চাবি সহকারী শাওনের হাতে দিয়ে ঘুমাতে যান। তাঁর ধারণা, শাওন বাসটি নিয়ে বের হয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। কারণ শাওনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে ঘুম থেকে উঠে সন্ধ্যায় মিজান মহাখালী বাস টার্মিনালে গেলে র্যাবের একটি দল তাঁকে ধরে নিয়ে গেছে।
সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ বলছেন, তিনি চান অপরাধীর সাজা হোক। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের মালিককে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছেন।
এদিকে এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে উপপরিদর্শক সাবরিনা মৌরী জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্যমতে, মাইক্রোবাসের মালিক শাহাদৎ হোসেন। মাইক্রোটি ঢাকা থেকে নরসিংদী যাচ্ছিল। দুর্ঘটনার সময় মাইক্রোবাসে চারজন যাত্রী ছিলেন।