ঘরেই তৈরি হচ্ছিল নামী ব্র্যান্ডের খাদ্যপণ্য

রাজধানীর ইব্রাহিমপুরে এক বাসায় তৈরি করা হচ্ছিল ভেজাল খাদ্যপণ্য। ঢাকা, ১০ ফেব্রুয়ারি
 ছবি: সংগৃহীত

রাজধানীতে নামকরা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নামে নকল খাদ্যপণ্য তৈরির দায়ে এক ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ইব্রাহিমপুরের স্বাধীনতা চত্বরের কাছে একটি বাসায় এসব পণ্য তৈরি হচ্ছিল। র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই বাসায় এ অভিযান চালান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলী আজগর (৩৫)। এ সময় ওই বাসা থেকে ২০ লাখ টাকা মূল্যের নকল খাদ্যপণ্য ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে র‍্যাব-৪ ওই অভিযান চালায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, ওই বাসা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তৈরি করা বিপুল পরিমাণ ঘি, বাটার অয়েল, সয়া সস, অয়েস্টার সস ও ফিশ সস জব্দ করা হয়। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।

র‌্যাব-৪–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আলী আজগর নকল খাদ্যপণ্য তৈরি করে বিভিন্ন মার্কেটে বিক্রি করে আসছিলেন। এগুলো খেলে মানুষের লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আলী আজগরকে জরিমানা ও নকল পণ্য ধ্বংসের পাশাপাশি এসব তৈরিতে ব্যবহৃত যন্ত্রগুলো জব্দ করা হয়েছে।