গ্যাস-সংকটে ভিড় ইলেকট্রিক সামগ্রীর দোকানে

>ঢাকা ও এর আশপাশের কয়েকটি এলাকায় আজ শনিবার সকাল থেকে গ্যাস নেই। রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি, আগারগাঁওসহ কয়েকটি এলাকায় সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। একই অবস্থা মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আমিনবাজার ও আশুলিয়াতেও। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভাল্‌ভ পরিবর্তন করার কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে রান্নার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক সামগ্রী কেনাবেচার দোকানে ভিড় বেড়েছে।
গ্যাস-সংকটে পড়ে বাচ্চাকে নিয়ে রান্নার কাজের উপযোগী ইলেকট্রিক সামগ্রী কিনতে গেছেন এক বাবা। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
গ্যাস-সংকটে পড়ে বাচ্চাকে নিয়ে রান্নার কাজের উপযোগী ইলেকট্রিক সামগ্রী কিনতে গেছেন এক বাবা। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
গৃহিণীরা গ্যাসের চুলার বিকল্প ইলেকট্রনিক চুলা কিনতে দোকানে ভিড় করছেন। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
গ্যাস নেই, তাই এলপি গ্যাসের সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
আজ সকালে গ্যাস না থাকায় বিপাকে পড়েছে মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
সকালে গ্যাস না থাকায় বিপাকে পড়ে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। এরপর ভিড় জমায় ইলেকট্রনিক সামগ্রী বিক্রির দোকানে। সেখান থেকে রাইস কুকার কিনে বাসায় ফিরছেন এক দম্পতি। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
রাইস কুকার নিয়ে বাড়ি ফেরা। মোহাম্মদপুর, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন