রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের কাছে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।
আজ রোববার ভোররাতের দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিনথিয়া আক্তার প্রথম আলোকে এ তথ্য জানান।
নিহত পথচারীর নাম সাইফুল ইসলাম। তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এসআই সিনথিয়া আক্তার বলেন, ভোররাত চারটা থেকে পাঁচটার মধ্যে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান এসআই সিনথিয়া আক্তার।