গাবতলীতে তুরাগ নদে যাত্রীবাহী ট্রলারডুবি

প্রতীকী ছবি

রাজধানীর গাবতলীর তুরাগ নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আটজন নিখোঁজ বলে জানিয়েছে নৌ পুলিশ। ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে তারা জেনেছে সাতজন নিখোঁজ।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আমিনবাজার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায় বলে জানা গেছে। ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি কীভাবে ডুবেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম প্রথম আলোকে জানান, গাবতলীতে ট্রলারডুবির খবর আসে সকাল নয়টার দিকে। সেখানে সাতজন যাত্রী নিখোঁজ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য কাজ করছে।