কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। আজ বৃহস্পতিবার দুই শ পরিবারের মধ্যে তারা ত্রাণ বিতরণ করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের প্রায় দুই শতাধিক বন্যা উপদ্রুত পরিবারের মধ্যে বৃহস্পতিবার এই ত্রাণ বিতরণ করে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তৃতীয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল আরিফ আহমেদ চিশ্তী, পিএসসি, জি, উপ–অধিনায়ক মেজর মো. মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, ক্যাপ্টেন মো. রাকিব হাসান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে বন্যা পরিস্থিতির ক্রমাবনতির চলমান পরিস্থিতিতে বন্যা উপদ্রুত এসব অসহায়, দুঃস্থ মানুষকে ত্রাণ বিতরণের এই কার্যক্রম মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ‘অপারেশন কোভিড–শিল্ড’–এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে গত ২৪ মার্চ থেকে নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
সেনাসদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় ৮টি পূর্ণাঙ্গ জেলা (নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর) ও ঢাকা জেলার ৫টি উপজেলায় (সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার) নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। টহল কার্যক্রমের পাশাপাশি অসামরিক প্রশাসনের সদস্যদের নিয়ে বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনা মূল্যে চিকিৎসাসেবা, মাস্ক বিতরণসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ত্রাণ বিতরণ করে আসছে। এসব আয়োজনের মাধ্যমে ‘সম্প্রীতির বাজার’, ‘সম্প্রীতির ইফতার’ ও ‘ঈদবাজার’ অন্যতম।