রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার পোড়া বস্তি এলাকার আগুনে দগ্ধ আনোয়ার হোসেন (২১) মারা গেছেন। আজ রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিকেল সাড়ে তিনটার দিকে আনোয়ার মারা যান।
গত শুক্রবার রাত ১০টার দিকে নতুন বাজার পোড়া বস্তি এলাকায় ভাঙারি ও আসবাবের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আনোয়ার হোসেন (২১) ও আক্তার হোসেন (১৯) মারাত্মকভাবে পুড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মৃত আনোয়ারের শরীরের ৭৫ ভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জে তাড়াইল উপজেলার দউতপুর বাউতি গ্রামে।