কর্ণাটকে হিজাব–বিতর্ক: ঢাবিতে প্রতিবাদ সমাবেশ

ভারতের কর্ণাটক রাজ্যের স্কুল ও কলেজগুলোতে হিজাব পরা নিয়ে মুসলিম শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ করে শিক্ষার্থীদের একাংশ
ছবি: প্রথম আলো  

ভারতের কর্ণাটক রাজ্যের স্কুল ও কলেজগুলোতে হিজাব পরা নিয়ে দেশটির মুসলিম শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। ওই বিক্ষোভ ও প্রতিবাদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক সমাবেশ হয়েছে।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ এবং পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীদের একটি অংশ। মূলত এর আয়োজক ছিল ছাত্র অধিকার পরিষদ। সন্ধ্যায় রাজু ভাস্কর্যে সমাবেশের পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয় রাজ্যটির একটি কলেজে হিজাব পরার ওপর বিধিনিষেধের জেরে। এর প্রতিবাদে সোচ্চার হয় কলেজের মুসলিম ছাত্রীরা। পরে এ নিয়ে বিক্ষোভ কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে। মুখোমুখি অবস্থানে যান মুসলিম ও হিন্দু শিক্ষার্থীদের একটি অংশ। পরে গতকাল মঙ্গলবার এ নিয়ে এক মুসলিম ছাত্রীকে হেনস্তার ভিডিও সামনে এলে ভারতজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন সমাবেশে বলেন, ‘কোনো শিক্ষার্থীর পোশাকের স্বাধীনতা খর্ব করা চলবে না। পোশাকের স্বাধীনতা কেড়ে নেওয়ার কারণে ভারতের শিক্ষার্থীরা যে প্রতিবাদ জারি রেখেছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। এই স্বাধীনতা যেখানেই কেড়ে নেওয়া হবে, সেখানেই আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াব।’
সমাবেশে অংশ নিয়ে পটুয়াখালী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী জয়দেব চন্দ্র রায় বলেন, ‘ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। ভারতে যাঁরা এই কাজ করছেন, তাঁদের দুঃখ প্রকাশ করা উচিত।’

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সালেহ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের নেতা জাহিদ আহসান, নুসরাত তাবাসসুম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে অপরাজেয় বাংলা পর্যন্ত মিছিল করেন পরিষদের নেতা-কর্মীরা।

এদিকে সন্ধ্যায় রাজু ভাস্কর্যে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম৷

সভাপতির বক্তব্যে নূরুল করীম বলেন, ‘কর্ণাটকে মুসলিম হিজাবি নারীদের প্রতি যে অন্যায়-অবিচার করা হচ্ছে, আমরা সেই নির্লজ্জ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতে যখনই একটি স্থানীয় বা আঞ্চলিক নির্বাচন সামনে আসে, তখনই দেশটির বিভিন্ন গোষ্ঠী ও দল-উপদল ব্রাহ্মণ্যবাদী অপচেতনাকে কাজে লাগাতে, ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে মুসলমানদের ওপর খড়্গহস্ত হয়। ভারতের সংবিধান যেমন খুশি তেমন পোশাক পরার অধিকার নিশ্চিত করেছে। কিন্তু ভারতের সরকার সেই অধিকার ছিনিয়ে নিতে চায়।’

সমাবেশে অন্যান্যের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি শরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ইয়াসিন আরাফাত বক্তব্য দেন। সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।