ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলার জন্য বাংলাদেশকে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো সাহস ও একতা দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আশাবাদের কথা বলেন। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূতের বার্তা প্রচার করা হয়েছে।
আর্ল মিলার বলেন, ‘স্বাধীনতার ৪৯তম বার্ষিকীতে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই। সেই সঙ্গে ২০২১ সালে সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনেও আমি শুভেচ্ছা জানাই।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং বিশ্বকে বিস্ময়কর দৃঢ়তা, শক্তিমত্তা ও ঘুরে দাঁড়াবার ক্ষমতা দেখিয়েছিল। আজ পুরো বিশ্ব যখন নতুন এক হুমকি করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মুখোমুখি, সে সময় এই রোগের বিরুদ্ধে লড়াই করে একে অন্যকে সুরক্ষার স্বার্থে বাংলাদেশিদের মুক্তিযুদ্ধের সময়কার দৃঢ়তা দেখাতে হবে।’