রক্তরোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার বিকেলে মৃত্যুর পর নমুনা পরীক্ষার পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মুখপাত্র নিরুপম দাশ প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে কোভিড-১৯ মহামারিতে দুজন চিকিৎসকের মৃত্যু হলো। এর আগে গত ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন মারা যান।
অধ্যাপক মো. মনিরুজ্জামান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন।
হাসপাতালের অন্যতম পরিচালক এ এইচ এম এনায়েত হোসেন প্র্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যা ছয়টার দিকে মো. মনিরুজ্জামান মারা যান। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। জানা গেছে, গতকালও মো. মনিরুজ্জামান হাসপাতালে যান। বিকেলে বাসায় ফেরার পর থেকে অসুস্থ বোধ করছিলেন। তখনই তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর নমুনা সংগ্রহ করে রাতেই সিএমএইচ কর্তৃপক্ষ মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারে ও আনোয়ার খান মডার্ন হাসপাতালকে জানায়।