করোনা ভাইরাসে ( কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। আলমগীর হোসেন (৫৫) নামের ওই পুলিশ সদস্য গতকাল রোববার মধ্যরাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ পুলিশ ফাাঁড়ির কনস্টেবল ছিলেন।
এ নিয়ে ডিএমপিসহ সারাদেশে ১৯ জন পুলিশ সদস্য মারা গেছেন। এর মধ্যে ডিএমপিরই নয়জন সদস্য রয়েছে।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পজিটিভ হওয়ায় আলমগীর হোসেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে রোববার রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার মাজারদিয়ায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও বৃদ্ধা মা, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আলমগীরের লাশ পারিবরিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা আজ প্রথম আলোকে বলেন, করোনার সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে তিনি জীবন উৎসর্গ করলেন।