সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলার অভিযোগে করা মামলায় বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সম্প্রতি এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২৪ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। প্রথম আলোকে আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক জুলফিকার আলী।
ঘুষ দাবির অভিযোগ এনে বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর মামলা করেছিলেন বিএনপির সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী নাজমুল হুদা। তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় এস কে সিনহাকে মামলা থেকে অব্যাহতি দেয় দুদক। ওই মামলায় গত বছরের ১৭ ফেব্রুয়ারি সিনহাকে অব্যাহতির আদেশ দেন আদালত।
এদিকে মিথ্যা তথ্য দিয়ে মামলার অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে গত বছরের ১৯ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এ মামলায় অভিযোগ আনা হয়, মিথ্যা জানার পরও আদালত ও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মামলা করেছিলেন নাজমুল হুদা। মামলায় ৭ অক্টোবর নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।
এদিকে একটি বেসরকারি ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ৯ নভেম্বর দিন ধার্য রয়েছে।