রাজধানীর ভাটারায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কায় বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। অটোরিকশাচালকের দাবি, সাইকেলটি উল্টো দিক থেকে এসে অটোরিকশাকে ধাক্কা দেয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভাটারার ১০০ ফুট ফ্যামিলি বাজার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। পরনে জিনসের প্যান্ট ও সাদা হাফহাতা টি–শার্ট রয়েছে।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসেন অটোরিকশাচালক আবুল কালাম। তিনি বলেন, ‘১০০ ফিট (ফুট) রাস্তায় যাত্রী নিয়ে ভাটারার দিকে যাচ্ছিলাম। এ সময় ওই যুবক উল্টো দিক থেকে সাইকেল চালিয়ে আসছিলেন। আমার অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে আহত হন।’
অটোরিকশাচালক আরও বলেন, আহত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশাচালককে ফাঁড়িতে রাখা হয়েছে।