রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় একজন স্কুটিচালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই পালিয়ে গেছেন বাসচালক। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকার জসীম উদ্দীন রোডের পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. লোকমান হোসাইন শরিফ (৪৫)। তিনি বেঙ্গল এনএফকে টেক্সটাইল লিমিটেডের উপব্যবস্থাপক ছিলেন।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, উত্তরা জসীম উদ্দীন রোডে দ্রুতগতির স্টার লাইন পরিবহনের একটি বাস স্কুটিকে ধাক্কা দিলে লোকমান হোসাইন ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
লোকমানের মৃতদেহ ওই হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপপরিদর্শক আবদুর রহমান জানান, এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাহিউদ্দিন নামে নিহত ব্যক্তির এক ভাগনে জানান, তাঁর মামার তিন ছেলে–মেয়ে রয়েছে। অন্যান্য দিনের মতো সকালে উত্তরখানের বাসা থেকে স্কুটি চালিয়ে গুলশানে অফিসে যাচ্ছিলেন।
লোকমানদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে। তাঁর বাবার নাম মো. উল্লাহ। উত্তরখান মাদারবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।