দেশজুড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সন্ত্রাসীদের মনোনয়ন না দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। তাঁরা বলেছেন, মনোনয়ন দিয়ে সন্ত্রাসীদের পুনর্বাসন করা হলে মুক্তিযোদ্ধাদেরও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন।
মুন্সিগঞ্জের কামারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর এই সংবাদ সম্মেলনে আয়োজন করে। সেখানে কামারগাঁও মুক্তিযোদ্ধা ক্লাবের সদস্যরা অংশ নেন। এ সময় রাজাকারের সন্তান, রাষ্ট্রবিরোধী ও জঙ্গি-সন্ত্রাসীদের আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।
জাদুঘরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বলেন, ‘দুই দিনের মধ্যে যেন সকল ষড়যন্ত্রকারীদের মনোনয়ন প্রত্যাহার করে, যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়।’
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করেছি। তাঁর বিরুদ্ধে কেউ কিছু বললে রক্ত গরম হয়ে যায়। অথচ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলা অনেকেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে তো এই বয়সে আর লগি-বৈঠা নিয়ে প্রতিহত করা সম্ভব না। তাই বঙ্গবন্ধু কন্যা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’