রাজধানীর আজিমপুরে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশু জিহাদের মৃত্যুতে তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপায় শিশু জিহাদের (৭) মৃত্যু হয়। জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাজির হোসেনের ছেলে।
এ ঘটনায় ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে শিশুটির বাবা ও আইন অধিকার (বিডি) ফাউন্ডেশনের পক্ষে চলতি মাসের শুরুতে রিট করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মনির হোসেন হাওলাদার ও সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে সৈয়দ মহিদুল কবির প্রথম আলোকে বলেন, গণপূর্তসচিব, স্থানীয় সরকারসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসকসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।