আচারের কৌটায় মাদক পাচারের সময় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। উদ্ধার মাদকের বাজারমূল্য পাঁচ কোটি টাকার বেশি বলে জানায় র্যাব।
গতকাল সোমবার রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে জাহিদুল আলম (২৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আচারের কৌটায় এক মাদক ব্যবসায়ী ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা বিক্রি করতে অবস্থান করছেন। অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন সময় অভিনব কৌশলে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। তাঁর বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।