বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যম এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বারিধারা ক্লাবের পক্ষ থেকে ক্লাব সভাপতি, সংসদ সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) বলেন, বারিধারা কসমোপলিটন ক্লাব সব সময় সমাজের দুস্থ জনসাধারণের পাশে অবস্থান করে। ক্লাব সম্প্রতি করোনার লকডাউনে ক্লাবের পার্শ্ববর্তী এলাকার দুস্থ জনগণকে ত্রাণ বিতরণ করেছে এবং ভবিষ্যতেও সরকারের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বারিধারা ক্লাব অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ এবং বারিধারা কসমোপলিটন ক্লাবের সদস্য এ কে এম নিয়ামুল হক, ইভা রহমান, আফতাব আহমেদ, মোহাম্মদ মামুনুর রশিদ, জাহানারা আক্তার শাহীন, শিরিন শিলা প্রমুখ।
উল্লেখ্য, বারিধারা ডিপ্লোমেটিক এলাকায় ২০১১ সালের ৩ অক্টোবর বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেড প্রতিষ্ঠিত হয়। –বিজ্ঞপ্তি