ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন। আজ বুধবার দুপুর ১২টার দিকে একটি প্রতীকী কফিন নিয়ে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে টিএসসির সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, এখনো যাঁরা চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক, তাঁরা আসলে কী চান, এটা বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তাহলে একটা গণভোটের আয়োজন করেন।

উপদেষ্টা নিয়োগের প্রশ্ন তোলে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা প্রশ্ন করতে চাই, উপদেষ্টা নিয়োগ কীভাবে হচ্ছে? কোন ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে? এগুলো আমাদের সামনে পরিষ্কার করতে হবে।’

আজকের সমাবেশে আরও বক্তব্য দেন মো. জিয়াউর রহমান ও আহমেদ ইসমাইল।
কফিন মিছিলে মূলত ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদ এবং দু–একটি সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে কিছু সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।