কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) প্রথমবারের মতো স্টার্টআপ কার্নিভালের আয়োজন করে
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) প্রথমবারের মতো স্টার্টআপ কার্নিভালের আয়োজন করে

কানাডিয়ান ইউনিভার্সিটিতে তরুণ উদ্যোক্তাদের উৎসব অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) প্রথমবারের মতো স্টার্টআপ কার্নিভালের আয়োজন করেছে। গত শনিবার এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিটিউটের (আইবিএ) সাবেক পরিচালক মোহাম্মদ জিয়াউল হক মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের ডিন অধ্যাপক জহুরুল আলম, বিজনেস স্কুলের প্রধান এস এম আরিফুজ্জামান ও আইবিএর অধ্যাপক মো. রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্টার্টআপ কার্নিভাল বাংলাদেশের বিভিন্ন কলেজের উচ্চাকাঙ্ক্ষী তরুণ উদ্যোক্তাদের একত্রিত করে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাগুলি উপস্থাপন করার সুযোগ তৈরি করে দেয়। প্রতিযোগিতায় ১০০টিরও বেশি দল অংশ নেয় এবং প্রেজেন্টেশনের জন্য শীর্ষ ৩০টি দল নির্বাচিত হয়। তীব্র প্রতিযোগিতার পর ফাইনাল রাউন্ডের জন্য শীর্ষ ৫টি দল নির্বাচিত হয় এবং এরপর শীর্ষ ৩টি দল নির্বাচিত হয়।

ঢাকার উদয়ন সরকারি কলেজ স্টার্টআপ কার্নিভালের চ্যাম্পিয়ন হয়। এছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রথম রানারআপ এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দ্বিতীয় রানারআপ হয়।