বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে মিছিল করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটর মোড় থেকে পরীবাগ মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা।
ছাত্রদলের মিছিলে অবরোধের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়। মিছিলটি পরীবাগ মোড়ে যেতেই পুলিশ জড়ো হয়। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা যে যাঁর মতো চলে যান।
ছাত্রদলের এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আকতারুজ্জামান ও নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মনজুর আলম ও রেহানা আক্তার, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক সোহেল রানা ও নাহিদুজ্জামান শিপনসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন৷
নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, দেশের তরুণ প্রজন্ম গত ১৫ বছরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলন দেশের মানুষের বেঁচে থাকার এবং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। চলমান আন্দোলন-সংগ্রামে দেশের সব পর্যায়ের মানুষ একাত্মতা প্রকাশ করেছেন। তরুণেরা আন্দোলনের মাধ্যমে মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে চায়।