এশিয়ান ডুপ্লেক্স টাউন: নতুন সময়ের নতুন জীবনধারা

ট্রাফিকের ক্লান্তিকর শব্দ ছাড়িয়ে একরাশ হিমেল হাওয়ার ঝাপটা; ইটপাথরের জঙ্গলের মাঝে একখণ্ড সবুজের পরিত্রাণ—এমনই এক ‘নান্দনিকতার স্বর্গ’ এশিয়ান ডুপ্লেক্স টাউনে আপনাকে স্বাগত! ঢাকার অদূরে পূর্বাচল–সংলগ্ন ১৮০ ফিট এশিয়ান হাইওয়ের সঙ্গে অবস্থিত এই ডুপ্লেক্স টাউন। পরিপাটি লন, লেক, প্লে জোন, শপিং এরিয়া, আধুনিক কমিউনিটি ক্লাব, মসজিদ, যাবতীয় চিকিৎসাব্যবস্থাসহ সব নাগরিক সেবা নিশ্চিত করার মাধ্যমে এশিয়ান ডুপ্লেক্স টাউনকে একটি পরিপূর্ণ টাউনশিপ হিসেবে নির্মাণ করা হচ্ছে।

এই গেটেড কমিউনিটির ডুপ্লেক্স ভিলাগুলোকে চারটি নান্দনিক ডিজাইন ক্লাস্টারে বিন্যস্ত করা হয়েছে। ভিক্টোরিয়ান, আরবান, কুইন্স গার্ডেন, কুইন্স প্রিমিয়াম—চার ধরনের আধুনিক নকশাশৈলীতে নির্মিত এই টাউনশিপ। এর প্রতিটি ভিলা ৫ কাঠা (৫ হাজার ৩১৫ ও ৬ হাজার ২১০ বর্গফুট) এবং ১০ কাঠা (৮ হাজার ৯০০ বর্গফুট) আয়তনজুড়ে বিস্তৃত। এখানে রয়েছে ডাবল পার্কিং ব্যবস্থা, সামনে ও পেছনে সুদৃশ্য লন এবং কিছু ভিলায় রয়েছে একান্ত সুইমিংপুলের ব্যবস্থা। ভিলার ভেতরের মনোরম নকশা, পেছনের খোলা লিভিং স্পেসের সঙ্গে লাগোয়া উঁচু সিলিংয়ের ডাইনিং এরিয়া, পর্যাপ্ত আলো আসা-যাওয়া করতে পারে, এমন সুরম্য কাচের দেয়াল—সবকিছু মিলিয়ে সৃষ্টি করা হয়েছে দৃষ্টিনন্দন এক খোলামেলা পরিবেশ।

যাঁরা আধুনিক জীবনের সব সুবিধাসহ প্রকৃতির কাছাকাছি থাকাটাকে সব সময় গুরুত্ব দেন, তাঁদের জন্যই সযত্নে গড়ে তোলা হয়েছে এই গেটেড টাউনশিপ। ভিলাগুলো ক্রেতাদের জন্য এমনভাবে ডিজাইন করা, যেখানে রয়েছে দুটি গাড়ি রাখার মতো প্রশস্ত ব্যক্তিগত পার্কিং স্পেস, আধুনিক কিচেন এবং ছাদের ওপর একটি বারবিকিউ স্পেস। এখানে শিশুরা টাউনশিপের ভেতরের রাস্তাগুলোয় নিরাপদে খেলতে পারে। সন্ধ্যায় গোটা ডুপ্লেক্স টাউন এক প্রশান্তির আবাসস্থলে পরিণত হয়। নাগরিক সুবিধার পাশাপাশি প্রকৃতির কাছে থাকতে পারার যে স্বপ্ন সবার, তারই সফল বাস্তবায়ন এই টাউনশিপ।

সম্প্রতি ‘ড্রিম টু রিয়েলিটি’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এশিয়ান ডুপ্লেক্স টাউন নান্দনিক ডিজাইনে নির্মিত ছয়টি ডুপ্লেক্স ভিলার মালিকানা তাদের গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। সেই সঙ্গে এশিয়ান ডুপ্লেক্স টাউনের প্রথম পর্যায়ে ডুপ্লেক্স বাড়িগুলো হস্তান্তর সম্পন্ন হয়েছে। মালিকানা বুঝে পেয়ে ক্রেতারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ অনুষ্ঠানে সদস্যদের কাছে মালিকানা হস্তান্তরের মধ্য দিয়ে গ্রাহকদের আকাঙ্ক্ষিত জীবনযাত্রার সূচনা হয়। শুধু তা-ই নয়, অনুষ্ঠানটি এশিয়ান ডুপ্লেক্স টাউন ও ক্রেতাদের মধ্যকার আস্থার এক অনন্য নিদর্শন হয়েও রইল। শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল বিশ্বাস, সংযোগ ও নতুন সূচনার এক অনবদ্য আয়োজন।

এশিয়ান ডুপ্লেক্স টাউন কর্তৃপক্ষ চায়, সবাই যেন নতুন এই জীবনধারার সশরীর অভিজ্ঞতা নিয়ে যায়। এশিয়ান ডুপ্লেক্স টাউন হয়ে উঠুক মানুষের স্বপ্নের ঠিকানা, যেখানে রয়েছে কংক্রিট-জঙ্গলের বাইরে নতুন ও প্রশান্তির এক নাগরিক জীবনের সম্ভাবনা।