হাতি
হাতি

চকরিয়ায় লোকালয়ে হাতির হানা, আহত ২

দলছুট একটি বন্য হাতির আক্রমণে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ পারভেজ (৪০) ও লুৎফর রহমান (২০)। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নতুনবাজার খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ পারভেজ একজন গাড়িচালক ও লুৎফর রহমান শিক্ষার্থী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, দলছুট একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে অন্তত সাতটি বসতঘরের বেড়া উপড়ে ফেলে। এ সময় পারভেজ ও লুৎফর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। কাছাকাছি পেয়ে হঠাৎ হাতিটি তাঁদের আক্রমণ করে। পায়ে, মুখে, কোমরে ও হাতে আঘাত পেয়েছেন তাঁরা। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক প্রথম আলোকে বলেন, হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাতিটিকে কৌশলে পাহাড়ে পাঠানো হয়েছে।