ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার নিঃশর্ত মুক্তি এবং ২ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্র অধিকারের কর্মসূচিতে হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় শাহবাগ থেকে টিএসসি এবং টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত এই মশাল মিছিল করে ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটি।
বেআইনি সমাবেশ, ভাঙচুর ও হাঙ্গামার ঘটনায় রাজধানীর পল্টন থানায় হওয়া এক মামলায় ১ আগস্ট গভীর রাতে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হকের হাতিরঝিলের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিনকে। পরদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রতিবাদ কর্মসূচিতে গেলে নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর হামলা করে ছাত্রলীগ।
এসব ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে যায় ছাত্র অধিকার পরিষদ। সেখানে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘গভীর রাতে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের বাসায় নারকীয় অভিযান চালিয়ে বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানাই। বিন ইয়ামিন মোল্লাকে অতি দ্রুত মুক্তি দিতে হবে।’
আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার বাসায় অনবরত গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। দ্রুত ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম বন্ধ করতে বলা হচ্ছে।’ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নুরুল হকের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা তারেকুল ইসলাম বক্তব্য দেন। আরিফুলের বক্তব্যের পর মশাল মিছিল নিয়ে টিএসসি থেকে শাহবাগে যান সংগঠনটির নেতা-কর্মীরা।