চলতি মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশকনিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সব সিটি করপোরেশন ও ঝুঁকিপূর্ণ পৌরসভায় ৩ হাজার ২১৪ জন মশককর্মী কাজ করছেন।
স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগের এক জরুরি সভায় ১০টি টিম গঠন করা হয়েছে। তারা ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের ১২টি সিটি করপোরেশন এবং ঝুঁকিপূর্ণ এলাকা সাভার, দোহার, তারাব, রূপগঞ্জ ও অন্যান্য পৌরসভায় মশকনিধন অভিযান কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড়ভাবে তদারক করছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সারা দেশে মঙ্গলবার ১৮ হাজার ৬১১টি স্থান পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে ৬৮২টি সিটি করপোরেশন এলাকায় ও ৭৭টি পৌরসভায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া ৯ হাজার ৩৬৫টি স্থানে মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড স্প্রে করা হয়েছে। ড্রাম, ভাঙা পাত্র, নির্মাণাধীন ভবন, ফুলের টব ও লিফটের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪১টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে।