চাকরি স্থায়ীকরণ, দুর্নীতি রোধ, এইচএসসি পরীক্ষা বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। উত্তরা, শাহবাগ, মিরপুর রোড, প্রেসক্লাব, সচিবালয়, রামপুরা, কাকরাইলসহ বিভিন্ন এলাকার সড়ক আটকে তাঁরা বিক্ষোভ করেছেন। এ ছাড়া সপ্তাহের প্রথম কর্মদিবস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় সড়কে গাড়ির চাপও ছিল বেশি। ঘরে ফেরা মানুষদের অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১০ দিন পার হয়েছে। গতকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীরা যাওয়া শুরু করেছে। স্বাভাবিকভাবে মানুষের চলাচলও ছিল বেশি। আবার মেট্রোরেল বন্ধ। ফলে সড়কে গাড়ি ও মানুষের চাপ গত কিছুদিনের চেয়ে বেশি দেখা যায়। এর মধ্যে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশের মতো কর্মসূচি ছিল। অর্থাৎ অসহনীয় যানজটে অনেকটা স্থবির হয়ে পড়ে সড়কগুলো।
শহরের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এতে অনেক জায়গায় সড়কে যান চলাচল বন্ধ থাকে। আবার শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে। এতে বিভিন্ন জায়গায় যানজট শুরু হয় এবং কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলে।মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার, ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান প্রথম আলোকে বলেন, শহরের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এতে অনেক জায়গায় সড়কে যান চলাচল বন্ধ থাকে। আবার শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে। এতে বিভিন্ন জায়গায় যানজট শুরু হয় এবং কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সপ্তাহের মতো পুলিশবিহীন রাষ্ট্র চলেছে। সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা করেছেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে সড়কে পুলিশ ফিরতে শুরু করেছে। তবে এখনো ট্রাফিক পুলিশের স্বাভাবিক কার্যক্রম দেখা যাচ্ছে না।
রাজধানীর হেয়ার রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন ‘তথ্য আপা’ প্রকল্পের নারীরা। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে তাঁরা সকাল নয়টা থেকে সড়ক অবরোধ করে রাখেন। রাত আটটা পর্যন্ত তাঁরা সেখানে ছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে বেলা ১১টার পর দেখা যায়, কদম ফোয়ারা থেকে শুরু করে প্রেসক্লাব ও সচিবালয়ের দিকে সড়কে বিভিন্ন সংগঠনের হাজারখানেক মানুষ নিজেদের দাবি নিয়ে মানববন্ধন, সমাবেশ করছেন। এতে ওই এলাকা কার্যত বন্ধ হয়ে যায়। সেখানে ছিল অন্তত নয়টি কর্মসূচি।
তৎকালীন বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্যদের একটি দল প্রেসক্লাবের সামনে জায়গা না পেয়ে বিপরীত পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে দাঁড়ায়।
বেতনবৈষম্য রোধে কয়েক দিন ধরেই গ্রাম পুলিশের সদস্যরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা গতকাল প্রেসক্লাব থেকে কাকরাইল মোড় অবরোধ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিতে দেখা যায় এবং তাঁরা সেখানেই রাতে অবস্থান করবে বলে জানান।
প্রেসক্লাব, সচিবালয় এলাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন করছেন। চাকরি স্থায়ীকরণের জন্য দাঁড়িয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ। নিজেদের মাদ্রাসা বোর্ডের বৈষম্যের শিকার দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। তৃণমূল নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে সমাবেশ করেছে। পুলিশের উপপরিদর্শক নিয়োগে বিভাগীয় কোটা সংরক্ষণ বাতিলের দাবিতে কয়েকজন সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এ ছাড়া সচিবালয়ের সামনে বিকেলের দিকে বঞ্চিত কর্মকর্তা দাবি করে সড়ক অবরোধ করেন অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী সড়কে অর্ধশত বাস নিয়ে বিভিন্ন জেলা থেকে আগত শত শত মানুষকে দেখা যায়। জাদুঘরের সামনে একটি মঞ্চও প্রস্তুত দেখা যায়। তাদের একটি ব্যানারে লেখা, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সমাবেশ। আয়োজক অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ।
সায়েন্স ল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন এক দল শিক্ষার্থী। আবার নিউমার্কেটের সামনে নামেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। তাঁরা হলে আসন পাওয়ার দাবিতে বিক্ষোভ করেন। ফলে মিরপুর সড়কও বন্ধ ছিল।
উত্তরার বিএনএস সেন্টারের সামনেও এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন কিছু শিক্ষার্থী।
রামপুরা একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে রামপুরা টিভি ভবনের সামনের সড়ক অবরোধ করে।
রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখার সময় গুগল ম্যাপে রাজধানীর দিকে তাকালে চারদিকে লাল ছাড়া আর কিছু দেখা যায়নি; যা তীব্র যানজটকে নির্দেশ করে।