সাহায্যের আবেদন

লুপাসে আক্রান্ত লামিয়ার জন্য অর্থ সহায়তা প্রয়োজন

লামিয়া আক্তার
লামিয়া আক্তার

পিরোজপুর সদরের গুলবোনিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে লামিয়া আক্তার অটোইমিউন ডিজিজ ‘সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস’ বা এসএলইতে আক্রান্ত। গাড়িচালক বাবার কর্মসূত্রে লামিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

রফিকুল ইসলাম জানান, তাঁর মেয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছে। এ পর্যন্ত তিনি নিজের উপার্জনে মেয়ের চিকিৎসা চালিয়ে আসছিলেন। কিন্তু এখন আর একা কুলিয়ে উঠতে পারছেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, লামিয়ার চিকিৎসায় আরও টাকার প্রয়োজন।

এমন অবস্থায় লামিয়ার চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছেন তার বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম, হিসাব নম্বর ২০৭২২২০০০০২৪৬, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা। এ ছাড়া সাহায্য পাঠানো যাবে ০১৭২০০৫৫৩৭৮ (বিকাশ) মুঠোফোন নম্বরে।