বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করলেন। নিউজিল্যান্ডের টাওপোতে স্থানীয় সময় আজ রোববার সকালে শুরু হয় সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা আয়রনম্যানের বিশ্ব আসর। আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে আরাফাত সময় নিয়েছেন ৫ ঘণ্টা ৫ মিনিট ৩০ সেকেন্ড। গত বছর ফিনল্যান্ডের লাহটিতে ও ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সফল হয়েছিলেন আরাফাত।
আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০২৪ সম্পন্ন করার পরপরই মুঠোফোনে প্রথম আলোকে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বলেন, ‘আজকের ফলাফল নিয়ে আমি খুশি। টাওপোর সাইক্লিং ও দৌড় ছিল পাহাড়ি পথে। এটা আমার জন্য নতুন ধরনের অভিজ্ঞতা ছিল।’
আজ অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরাফাত নিজের বয়স গ্রুপে (৩০-৩৪ বছর) ৩৯৮ জনের মধ্যে ৩০৬তম স্থান অর্জন করেছেন। এ প্রতিযোগিতায় ১১৯টি দেশের মোট ৩ হাজার ৮৬ প্রতিযোগী অংশ নেন। একই স্থানে গতকাল শনিবার মেয়েদের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ট্রায়াথলন করপোরেশন (ডব্লিউটিসি) বছরজুড়ে বিশ্বের বিভিন্ন দেশে পূর্ণ দূরত্বের আয়রনম্যান ও অর্ধদূরত্বের (৭০.৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এসব প্রতিযোগিতা থেকে বাছাই করা ট্রায়াথলেটদের নিয়ে প্রতিবছর একবার করে আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে থাকে।
আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ ৩ ঘণ্টা ৫৬ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন জার্মানির ট্রায়াথলেট লিও ওয়াবডেসসেল্যাম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে নিউজিল্যান্ডের টমাস পেজ (৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড) ও ফ্রান্সের রেমি জঁজ্যাক (৩ ঘণ্টা ৫৭ মিনিট ৩৩ সেকেন্ড)।
পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত আজকের প্রতিযোগিতাসহ পূর্ণ দূরত্বের দুটি ও অর্ধদূরত্বের তিনটি আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করলেন। দুই ফরম্যাটে আরাফাত এ পর্যন্ত ১৬টি আয়রনম্যান আসরে অংশ নিয়ে সফল হয়েছেন। এর মধ্যে ৯টি পূর্ণ দূরত্বের আয়রনম্যান ও ৭টি অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩ আসর রয়েছে। বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল সাঁতারে সফল হয়েছেন ১০ বার। এ ছাড়া গত বছর নেপালে হিমালয় পর্বতমালায় এক্সট্রিম ট্রায়াথলন ও চলতি বছর ভুটানে হিমালয় পর্বতমালায় অনুষ্ঠিত স্নোম্যান রেস সম্পন্ন করেছেন তিনি।