বন্যা থেকে বাঁচতে এখনো নিরাপদ স্থানের খোঁজে ছুটছে মানুষ। ফাজিলপুর, ফেনী
বন্যা থেকে বাঁচতে এখনো নিরাপদ স্থানের খোঁজে ছুটছে মানুষ। ফাজিলপুর, ফেনী

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতনের টাকা দিলেন ডুসার সদস্যরা

দুর্নীতি দমন কমিশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সদস্যরা এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডুসা। এতে বলা হয়, বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষ কষ্টে আছেন। তাঁদের সাহায্য প্রয়োজন। তাই মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা এই অর্থ দিয়েছে।

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দেশ ও জনগণের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে।