দেশে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যুর তথ্য জানা গেছে। দুজনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগের দুটি হাসপাতালে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২১০ রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ডিএনসিসির বিভিন্ন হাসপাতালে ২০৩ ও ডিএসসিসিতে ১৫২ জন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৮, খুলনা বিভাগে ৬৪, বরিশাল বিভাগে ৫৫, রাজশাহী বিভাগে ২৭, ময়মনসিংহ বিভাগে ৩৫ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। তাঁদের মধ্যে ছাড়া পেয়েছেন ২৩ হাজার ৫০৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা। এ সংখ্যাটি ৬ হাজার ৩০২ জন। মৃত্যুও বেশি এই সিটি করপোরেশনে। ৭৭ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে। চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩৮।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নারী রোগীর সংখ্যা ৩৭ দশমিক ২ শতাংশ আর পুরুষের হার শতকরা ৬২ দশমিক ৮। মারা যাওয়া রোগীদের মধ্যে নারীদের হার ৫২ দশমিক ২ শতাংশ ও পুরুষের হার ৪৭ দশমিক ৮ শতাংশ। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। এ সংখ্যাটি ৩ হাজার ৯৭০। আর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যেও এ বয়সী রোগী বেশি। তাঁদের সংখ্যা ১৬।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন।