মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা। আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা চলে বেলা ৪টা পর্যন্ত।
কর্মশালার আয়োজক ছিল প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ। আয়োজনে সহযোগিতা করেছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্ট।
কর্মশালার উদ্ধোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ,বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মিলান খান ও ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক আনোয়ার হাবিব কাজল।
উদ্বোধনী পর্বে সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ বলেন,মানবিক সুস্থতা যাচাই- এর তিনটি মাধ্যম রয়েছে তা হলো চিন্তা, ইচ্ছাশক্তি ও সমাজে নিজের অবদান সম্পর্কে সচেতন হওয়া।
সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কন্সালটেন্ট মাহমুদা মুহসিনা বুশরা মানসিক স্বাস্থ্য, মনের যত্ন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সবার জন্য ঔষধ না, আবেগ আয়ত্বে আনতে হবে। আর নিজেকে ভালোভাবে জানতে হবে।
মাদক ও ইন্টারনেট আসক্তি সম্পর্কে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। তিনি বলেন, নানা করনে একজন ব্যক্তি মাদকাসক্ত হতে পারে। সামাজিক দুশ্চিন্তা থেকে ইন্টারনেট আসক্তি সৃষ্টি হয়। মাদক ও ইন্টারনেট আসক্তি কর্মস্পৃহা নষ্ট করে। তাই স্ট্রেস কমিয়ে আসক্তি থেকে মুক্ত থাকতে হবে।
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা মারিয়া খান। তিনি বলেন, আমাদের দেশে ১৮ দশমিক ৬ শতাংশ মানুষ সিরিয়াস মানসিক অসুস্থতায় ভুগছে কিন্তু সমাজিক বাস্তবতার কারনে তা প্রকাশ করতে পারে না। আমাদেরকে এই অবস্থার পরিবর্তন করতে হবে।
কর্মশালার শুরুতে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার সভাপতি নাজমুল ইসলাম খান অভি আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন। কর্মশালা সঞ্চালনা করেন ড্যাফোডিল প্রথমআলো বন্ধুসভার সহ সভাপতি আকতারুজ্জামান।