ঢাকার মিরপুরে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে এ ঘটনা ঘটে বলে দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রঞ্জু মিয়া জানিয়েছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন দারুস সালাম থানার এএসআই মো. আলামিন (৩০) ও এএসআই ইয়াসিন আলী (২৮)। আলামিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আলামিনের বুকের এক পাশে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। ইয়াসিনের হাতে গুলি লেগেছে। তিনি স্থানীয় একটি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এএসআই আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন দারুস সালাম থানার এএসআই রঞ্জু মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে থানার কার্যক্রম বন্ধ ছিল। আজ কাজে যোগ দেওয়ার পর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনসে তাঁরা জমা দেওয়া আগ্নেয়াস্ত্র আনতে গিয়েছিলেন। ইয়াসিন আলী আগ্নেয়াস্ত্রে ম্যাগাজিন ঢুকিয়ে সেটি পরীক্ষা করছিলেন। এ সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে ইয়াসিনের হাতের তালু ভেদ করে পাশে থাকা আলামিনের বুকের এক পাশে লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়।