সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ: ভাতা সুদে-আসলে ফেরত নেবে সরকার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

জালিয়াতি, প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে যাঁরা সরকারি ভাতা নিয়েছেন, তাঁদের সেই ভাতা সুদে-আসলে ফেরত নেবে সরকার। একই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা যাঁরা নিয়েছেন বা নিচ্ছেন, তাঁদের সংখ্যা এখন পর্যন্ত আট হাজার বলে জানা গেছে। বিস্তারিত পড়ুন...

ডেঙ্গুতে দুই ছেলে-মেয়ে হারানো দম্পতির ঘর আলো করে এসেছে এক সন্তান

দুই সন্তানকে হারানো এই মা–বাবা বেশিক্ষণ নিজেদের ঘরে টিকতে পারছেন না। আজ বুধবার রাজধানীর মধ্য পাইকপাড়ার বাসায়

এক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গুতে দুই ছেলে-মেয়ে হারানো মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতির ঘর আলো করে এক ছেলেসন্তান এসেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছরের ১৮ আগস্ট এই দম্পতির ছেলে আরাফাত হোসেন রাউফ মারা যায়। ২৫ আগস্ট মারা যায় মেয়ে ইসনাত জাহান রাইদা। আরাফাতের বয়স ছিল ৯ বছর, রাইদার সাড়ে ৬ বছর। বিস্তারিত পড়ুন...

ভারতে মুসলিম প্রতিনিধিত্ব তলানিতে, হিন্দুত্ববাদে ফিকে হচ্ছে বহুত্ববাদ

২০২৪ সালে নরেন্দ্র মোদির বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভারতের রাজনীতির ‘প্লুরালিস্ট’ বা বহুত্ববাদী চরিত্র হারিয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদের কাঠামো প্রতি নির্বাচনেই শক্তপোক্ত হচ্ছে।

ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এটিকে দেশি-বিদেশি সংবাদমাধ্যম হিন্দুত্ববাদের পরাজয় হিসেবে দাবি করছে। তাদের এই দাবি যে কত অবান্তর, তা একটিমাত্র উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। বিস্তারিত পড়ুন...

গভীর রাতে পুতিনের অপেক্ষায় বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে কিম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অপেক্ষায় গভীর রাতে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পুতিনের অপেক্ষায় তিনি এত রাতেও পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে ছিলেন।
বিস্তারিত পড়ুন...

আচরণবিধি ভাঙায় তানজিমকে জরিমানা

নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল তানজিমের

কিংসটাউনে গত রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচে নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান। এতে আইসিসি আচরণবিধির লেভেল ১ ধারা ভঙ্গ করায় তানজিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। বিস্তারিত পড়ুন...