শুভ সন্ধ্যা। আজ সোমবার। রাজধানীসহ সারা দেশে প্রচণ্ড গরম পড়েছে। দেশের বিভিন্ন স্থানে চলছে তাপপ্রবাহ। আজ এ গরমের কারণ ও কয় দিন পর্যন্ত তা থাকতে পারে, তা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ–সংক্রান্ত একাধিক প্রতিবেদনে পাঠকের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। চলন্ত লঞ্চ থেকে পড়ে ৯ ঘণ্টা মেঘনা নদীতে ভেসে থাকা জোহরা বেগম (৩৮) মারা গেছেন। এই মর্মান্তিক মৃত্যুর খবরটি আজ প্রকাশিত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক, ক্রীড়া, বাণিজ্য ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
দেশের ৪৩ জেলায় এখন মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বইছে। এক দিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও অন্তত দুই দিন এমন গরম চলতে থাকবে। বিস্তারিত পড়ুন...
৯ ঘণ্টা নদীতে ভেসে থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে একটি নৌকার জেলেরা তাঁকে নদীতীরবর্তী এলাকা থেকে উদ্ধার করেন। লঞ্চ থেকে পড়ে যাওয়ার সময় তাঁর বাঁ পা ভেঙে হাড় বেরিয়ে যায়। বৃহস্পতিবার রাতে তাঁর অস্ত্রোপচার হয়। বিস্তারিত পড়ুন...
নিম্ন আয়ের নাগরিক এবং দুস্থ নাগরিকেরা সরকারের পক্ষ থেকে অনুদান, তহবিলে প্রদানকৃত চাঁদার ওপর কর রেয়াত এবং প্রাপ্ত পেনশন করমুক্ত সুবিধা রেখে এই আইন পাস করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
এই প্রোটিয়া তারকা সম্প্রতি ভারতীয় ইউটিউব শো ‘কার্লি টেলস’-এ অতিথি হয়েছিলেন। সেখানেই কথা বলেছেন ক্রিকেট ও ক্রিকেটের বাইরের অনেক বিষয় নিয়ে। নিজে যদি কখনো কোনো ক্রিকেট লিগ চালু করেন, তাহলে কোন তিন ক্রিকেটারকে অবশ্যই নেবেন, জানিয়েছেন সেটিও। বিস্তারিত পড়ুন...
এক বিধায়কের বাসা থেকে এক জোড়া কাঁঠাল চুরি গেছে। আর এই কাঁঠালচোর আর চুরি যাওয়া কাঁঠাল খুঁজে বের করার দায়িত্ব পান পুলিশ অফিসার মহিমা। কাঁঠাল জোড়া খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খান মহিমা। বিস্তারিত পড়ুন...