আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনজীবন যেন ব্যাহত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
সচিবালয়ে আজ সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব হোসেন এ কথা বলেন। তবে এটি মন্ত্রিসভার আলোচনার বিষয় ছিল না বলে জানান তিনি।
মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানানোর পর সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, ২৮ অক্টোবর একটি বড় রাজনৈতিক সমাবেশ (ওই দিন ঢাকায় বিএনপির মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে), সে ক্ষেত্রে কোনো নির্দেশনা আছে কি না। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে ওই কথা বলেন। তবে এ নিয়ে তিনি আর কিছু বলেননি।
আরেকজন সাংবাদিকের প্রশ্ন ছিল—২৮ অক্টোবর নিয়ে মন্ত্রিসভায় কোনো কথা হয়েছে কি না বা কোনো নির্দেশনা ছিল কি না। জবাবে মাহবুব হোসেন বলেন, তাঁর যতটুকু মনে পড়ছে, এটি নিয়ে কোনো আলোচনা (মন্ত্রিসভার বৈঠকে) হয়নি।
নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট করার বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন এ রকম কিছু এখনো তাঁর কাছে নেই।
তখন আরেকজন সাংবাদিক জানতে চান, আপনাদের তাহলে প্রস্তুতি কী? জবাবে মাহবুব হোসেন বলেন, প্রশাসনকে সব সময় সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। যেকোনো বিষয় যখন সামনে আসে, তখন সর্বোচ্চ পেশাদারত্ব দিয়ে সেটি দেখা হয়।