রাজশাহী–১ আসনের সংসদ সদস্যকে সতর্ক করতে বলল ইসি

রাজশাহীর গোদাগাড়ী সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গত শুক্রবার আইহাই উচ্চ বিদ্যালয় মাঠে
ফাইল ছবি: প্রথম আলো

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা দিয়ে আজ বুধবার রাজশাহীর জেলা প্রশাসক ও ওই আসনের রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে ইসি।

১৬ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার একটি ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময় পরিবর্তন করে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। সভায় সরকারের বিভিন্ন ভাতাভোগীর পাশাপাশি ওই ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ডাকা হয়। সভায় এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নৌকার পক্ষে ভোট চেয়েছেন। ফারুক চৌধুরী নিজের ফেসবুক আইডি থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারও করেন।

পরদিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আইহাই উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর উপস্থিতিতে নৌকার জন্য ভোট চেয়ে হাত তুলে উপস্থিত সবাইকে শপথ করানো হয়।

ইসির চিঠিতে বলা হয়, ১৭ নভেম্বর আইহাই উচ্চবিদ্যালয় মাঠে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময়ের ব্যানারে রাজশাহী-১ আসনের সংসদ সদস্যের জনসমাবেশের আয়োজন নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থী কার্যক্রমের শামিল। নির্বাচন কমিশন ওই সংসদ সদস্য বা উদ্যোগ গ্রহণকারীকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।