অতিরিক্ত ডিআইজির পর পুলিশ সুপার (এসপি) পদে ১৭৭ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে সুপারনিউমারারি (নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত পদ) হিসেবে এসপি হয়েছেন ১৫০ জন। বাকি ২৭ এসপি পদ নিয়মিত।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন জারির বিষয়ে আজ মঙ্গলবার জানা যায়। প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ। এসপি ও ‘সুপারনিউমারারি’ পদে পদোন্নতি পাওয়া এই ১৫০ কর্মকর্তা এখন জাতীয় বেতন স্কেলের গ্রেড-৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।