২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা–কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা–কর্মী। ভয়াবহ হামলার ১৮তম বার্ষিকীতে হামলার ছবি নিয়ে ফিরে দেখা সেই রক্তাক্ত ২১ আগস্ট
গ্রেনেড হামলার আগমুহূর্তে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা গ্রেনেড হামলা চলাকালে আত্মরক্ষার চেষ্টায় আওয়ামী লীগের সেই সময়ের সাধারণ সম্পাদক ও পরবর্তী সময়ে রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান গ্রেনেড হামলা চলাকালে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে দলীয় নেতা-কর্মীরা মানবঢাল তৈরি করে শেখ হাসিনার জীবন রক্ষার চেষ্টা করছেন সমাবেশস্থলে নিহত আগত নেতা-কর্মী গ্রেনেড আহত রক্তাক্ত একজনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা গ্রেনেড হামলায় ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চের পাশে আহত ও নিহত নেতা–কর্মীরা গ্রেনেড হামলায় আহত দলীয় নেত্রী আইভি রহমানের পাশে কাঁদছেন কর্মীরা গ্রেনেড হামলায় আহত এক চিত্রসাংবাদিকের বাঁচার আকুতি গ্রেনেড হামলার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জনসভাস্থলের চিত্র জনসভাস্থল থেকে তাৎক্ষণিক উদ্ধার করা অবিস্ফোরিত আর্জেস গ্রেনেড