রেহমান সোবহানের বক্তৃতা ও মুক্তিযুদ্ধের বই প্রকাশনা আজ

রেহমান সোবহান
রেহমান সোবহান

আজ শনিবার বিকেল চারটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বক্তৃতা করবেন বাংলাদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ ও জনবুদ্ধিজীবী অধ্যাপক রেহমান সোবহান। বিজয়ের মাস উপলক্ষে প্রথম আলো ‘অব্যাহত মুক্তিযুদ্ধ’ শিরোনামে বক্তৃতা অনুষ্ঠানটির আয়োজন করেছে।

একই সঙ্গে এই আয়োজনে প্রথমা প্রকাশন ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। একাত্তরের দিনপঞ্জি: মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনালিপি ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী: স্মৃতি জীবন যুদ্ধ বই দুটি সম্পাদনা করেছেন যথাক্রমে কবি ও লেখক সাজ্জাদ শরিফ এবং কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে গান করবেন ওয়ার্দা আশরাফ।

আরও উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনসহ বিশিষ্ট লেখক ও সুধীজনেরা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।