দেশের সীমানা পেরিয়ে ভ্রমণে যাওয়ার স্বপ্ন থাকে প্রায় সবারই। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাশ্রয়ী মূল্যে বিদেশ ট্যুরের আয়োজন করছে দেশের অন্যতম সেরা ট্রাভেল এজেন্সি আইটিএস হলিডেজ লিমিটেড। বিদেশে বেড়ানো এখন আর স্বপ্ন নয়; বরং অধিকার। সেই চিন্তাকে মাথায় রেখেই আইটিএস হলিডেজ লিমিটেড দীর্ঘ ১৩ বছরের বেশি সময় ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে।
আইটিএস হলিডেজ লিমিটেড ট্যুর প্যাকেজ, ভিসা, হোটেল, টিকিট, ওমরাহ প্যাকেজ, হজসহ ভ্রমণসংক্রান্ত সব সেবা প্রদান করছে। এ ছাড়া ব্যক্তিগত, পারিবারিক, করপোরেট ও গ্রুপ ট্যুর, আন্তর্জাতিক ফেয়ার কিংবা কনফারেন্সে অংশগ্রহণসহ অন্যান্য অনেক সেবার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সফলতার সঙ্গে কাজ করে আসছে।
আইটিএস হলিডেজ লিমিটেডের সেরা সেবাগুলোর একটি হলো ‘টিকেটিং’। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে এ প্রতিষ্ঠানের ২০ জন টিকেটিং বিশেষজ্ঞ সব সময় প্রস্তুত থাকেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি গ্রাহকদের সেরা রুটে সাশ্রয়ী দামে টিকিট সরবরাহ করে। তাই আইটিএস হলিডেজের সঙ্গে বিদেশভ্রমণ হয়ে ওঠে সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
আইটিএস হলিডেজের ট্যুর প্যাকেজে শর্ত সাপেক্ষে যেকোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন ও সংযোজন করা যায়। একই সঙ্গে পুরো ট্যুরে প্রতিষ্ঠানটির একটি অভিজ্ঞ দল গ্রাহকদের সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে।
বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সাপোর্টও দিয়ে থাকে এই ভ্রমণ প্রতিষ্ঠানটি। নির্ভুল ডকুমেন্টেশন, সঠিক সাবমিশনের মাধ্যমে ট্যুরিস্ট, বিজনেস, মেডিকেল ও স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া করে থাকে তারা। একই সঙ্গে আইটিএস হলিডেজ বিশ্বের যেকোনো দেশে গ্রাহকের বাজেটের মধ্যে সেরা হোটেল বুকিং দেওয়ার নিশ্চয়তাও দিচ্ছে।
নিশ্চিন্ত ও নির্ভেজাল বিদেশভ্রমণ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন আইটিএস হলিডেজের সঙ্গে। বিস্তারিত জানতে ভিজিট করুন