র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু

নওগাঁর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাবের হেফাজতে মারা যাওয়া সুলতানা জেসমিনের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, নওগাঁয় ওই নারীকে যখন তুলে নেওয়া হয়, তখন কিন্তু তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল না। তিনি যখন মারা যান, তখনো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে তার পরের দিন। এখানে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে ওই নারীকে ধরা হয়নি বলেও জানান আইনমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারসংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দু-একটা ঘটনায় অপব্যবহার হচ্ছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যেখানেই অপব্যবহার হচ্ছে, সেখানেই অব্যবহার বন্ধের জন্য যে ব্যবস্থা নেওয়ার, সেটি নেওয়া হচ্ছে।

জেসমিন (৪৫) নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাঁকে আটক করা হয়। ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে।