সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে আরও একটি অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আরও একটি অভিযোগ করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩টি ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ১০টি অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার অভিযোগটি করেন গত ১৮ জুলাই নিহত কলেজশিক্ষার্থী শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন। এই অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হকসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ হওয়ার বিষয়টি জানিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, শেখ ফাহমিন জাফর (১৮) টঙ্গী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই ফাহমিন গুলিতে নিহত হন। উত্তরার আজমপুরের এ বি সুপার মার্কেটের সামনে সেদিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় শেখ হাসিনাসহ ৩৬ জনকে আসামি করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগটি দাখিল করেছেন নিহত শিক্ষার্থীর মা। অভিযোগটি গ্রহণ করা হয়েছে।