মেলায় ফ্রিজ পছন্দ করছেন ক্রেতারা। আলোকি কনভেনশন সেন্টার, ঢাকা, ৮ জুন
মেলায় ফ্রিজ পছন্দ করছেন ক্রেতারা। আলোকি কনভেনশন সেন্টার, ঢাকা, ৮ জুন

অনলাইন মেলা ১০ জুন পর্যন্ত

মূল্যছাড়-র‍্যাফল ড্রসহ নানা আয়োজনে শেষ ফ্রিজের অফলাইন মেলা

রংপুরের মোস্তফা কামাল অনলাইনে নিয়মিত প্রথম আলো পড়েন। সেখানেই জানতে পারেন ফ্রিজ মেলা ও র‍্যাফল ড্র–র বিষয়টি। নিজে জিতবেন না, এটা মনে করেও র‍্যাফল ড্রর জন্য নিবন্ধন করেন। গতকাল শুক্রবার ও আজ শনিবার ছুটি থাকায় ঢাকায় চলে আসেন তিনি। উদ্দেশ্য বন্ধুদের সঙ্গে দেখা করা। কিন্তু একসঙ্গে ‘কলাবেচা ও রথ দেখার মতো’ বন্ধুদের সঙ্গে আড্ডার পাশাপাশি র‍্যাফল ড্রতে একটি ফ্রিজও জিতে গেলেন তিনি।

প্রথমবারের মতো অফলাইন ও তৃতীয়বারের মতো অনলাইন রেফ্রিজারেটর মেলায় অংশ নিয়ে মোস্তফা কামাল এই পুরস্কার জিতেছেন। আজ রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে শেষ হয়েছে মেলার দুই দিনের অফলাইন আয়োজন।

দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজগুলো এক প্ল্যাটফর্মে আনার ভাবনা থেকে ২০২২ সালে প্রথম আলো ডটকম প্রথমবারের মতো আয়োজন করে ‘অনলাইন রেফ্রিজারেটর মেলা’। এ বছর তৃতীয়বারের মতো হচ্ছে মেলাটি। তবে অফলাইনে আয়োজিত মেলায় অংশ নেওয়া রেফ্রিজারেটর ব্র্যান্ডগুলো সন্তুষ্টি প্রকাশ করেছে। ক্রেতা সমাগম ও তাঁদের সাড়া পেয়ে বিক্রেতারা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চালু রাখার আশা প্রকাশ করেন।

পুরস্কার নিচ্ছেন র‍্যাফেল ড্রর বিজয়ী একজন

তাহমিনা ফেরদৌস নিজের ও বোনের জন্য ফ্রিজ দেখছিলেন। তিনটি ব্র্যান্ডের ফ্রিজ পছন্দ করেছেন। বোন ও পরিবারের অন্য সদস্যদের ফ্রিজের ছবি পাঠিয়েছেন। সবার পছন্দ মিলে গেলে তিনি শিগগিরই ফ্রিজ তিনটি কিনবেন।

মেলা নিয়ে ক্রেতাদের আগ্রহের বড় কারণ মূল্যছাড়সহ বিভিন্ন পুরস্কার। মেলায় অংশ নেওয়া সব ব্র্যান্ডেরই আছে নানা অফার।

মেলার দ্বিতীয় দিনেও ছিল প্যানেল আলোচনা। তাতে ফ্রিজের বাজার, চাহিদা, আধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ওয়ালটনের ডেপুটি চিফ বিজনেস অফিসার আনিসুর রহমান মল্লিক, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, ইলেকট্রোমার্ট লিমিটেডের (কনকা) ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন, র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ডিজিএম (হেড অব রিটেইল সেলস) কে এম মোসাদ্দেক উল্লাহ মুন্না এবং ইলেকট্রো ইন্টারন্যাশনালের প্রোডাক্ট ম্যানেজার মো. রাশেদুজ্জামান।

মেলায় বিভিন্ন স্টলে ফ্রিজ পছন্দ করছেন ক্রেতারা

প্রথম দিনে যাঁরা র‍্যাফল ড্র জিতেছেন, তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, প্রার্থনা ফারদিন দিঘী, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর অ্যান্ড হেড অব কনজ্যুমার ইলেকট্রনিকস বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, ইলেকট্রোমার্ট লিমিটেডের (কনকা) ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন, ইলেকট্রো ইন্টারন্যাশনালের জিএম, সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ মোবারক হোসাইন এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস।

উল্লিখিত তিনটি ব্র্যান্ডসহ মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এবং এমইপি গ্রুপ র‍্যাফল ড্রর জন্য দুই দিনে ছয়টি ফ্রিজ ও পাঁচটি ফ্যান পুরস্কার হিসেবে উপহার দেওয়া হয়।

প্রথম দিনের র‍্যাফল ড্রতে ফ্রিজ বিজয়ীরা হচ্ছেন নুজহাত তাবাসসুম, মোহাম্মদ সিরাজ, মোস্তফা কামাল পারভেজ। সিলিং ফ্যান জিতেছেন ইবনুল ইয়াসিন ও মো. মনির। দ্বিতীয় দিনে ফ্রিজ বিজয়ীরা হলেন মাইশা, আনাসুর রহমান ও রাসেল উদ্দিন। এমইপি গ্রুপের সিলিং ফ্যান বিজয়ী তিনজন হলেন মো. নোমান, মোনাঈম, মো. শাহ আলম।

মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে সংগীতশিল্পী ইমরান

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন ইমরান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে ছিল ‘বাবুল্যান্ড’। এ ছাড়া পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তমা রশিদ।

রেফ্রিজারেটর মেলা ‘তাজা খাবার, সতেজ সংরক্ষণ, সুস্থ-সজীব শরীর ও মন’ স্লোগানে ১ জুন অনলাইনে শুরু হয়েছে। অনলাইনে এটি চলবে ১০ জুন পর্যন্ত। বিস্তারিত জানা যাবে refrigeratormela.pro ওয়েবসাইটে।

তৃতীয়বারের মতো আয়োজিত রেফ্রিজারেটর মেলায় ব্যাংক পার্টনার হিসেবে দেশের শীর্ষস্থানীয় আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইলেকট্রনিক সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, সিঙ্গার বেকো, ইলেকট্রোমার্ট লিমিটেড (কনকা), র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, হায়ার বাংলাদেশ লিমিটেড, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড, ভিশন ইলেকট্রনিকস, ইলেকট্রো ইন্টারন্যাশনাল ও র‍্যাংগস ই-মার্ট।